ধর্ষণ, ধর্ষক ও প্রতিকার’ বইটি প্রধানত একটি তথ্য পূর্ণ বই। এখানে লেখক ধর্ষণের প্রকারভেদ এবং ধর্ষকের মনস্তাত্ত্বিক দিক নিয়ে আলোচনা করেছেন। লেখক মনে করেন আমাদের দেশে প্রতিনিয়ত যে হারে ধর্ষণ হতে থাকে, তার প্রতিকার হিশেবে সবাই ধর্ষকের চূড়ান্ত শাস্তিই কামনা করে। লেখক নিজেও সে ব্যাপারে একমত কিন্তু কারা এই ধর্ষক এবং কেন তারা ধর্ষক হয়ে বেড়ে উঠছে সেই বিষয়টা নিয়েই এখানে আলোচনা করতে চেয়েছেন লেখক। পেশায় কাউন্সেলর হওয়ার সুবাদে মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে তিনি প্রচুর পড়াশুনা করেন এবং লিখতে ভালোবাসেন । একজন নিষ্পাপ শিশু কিভাবে হিংস্র ধর্ষকে রূপান্তরিত হয়, এই প্রশ্ন মাথায় নিয়েই লেখক বইটি লিখেছেন, সেই সাথে রয়েছে প্রতিকারের কিছু পরামর্শ। এমন বিদ্বেষ পরায়ণ একটি অপরাধের সমাধান হয়তো একদিনেই হয়ে যাবে না, কিন্তু সব কিছুরই একটা শুরু প্রয়োজন। এই বইটি পাঠকের মনে প্রশ্ন জাগাবে, নতুন করে ভাববার সুযোগ দেবে এবং দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন আনবে বলেই লেখক বিশ্বাস করেন।
Reviews
There are no reviews yet.