Biography

Author Picture

হৃদয় খান

নিজের সম্পর্কে কিছু বলার নেই।
কী বলব এটাই আতিপাতি করেও আয়ত্তে আনা অসম্ভব হয়ে দাঁড়াল ৷ কী অদ্ভুত ব্যাপার। জীবনটাও যে তেমনই অদ্ভুত!

তারপর আচমকা মনে হলো ‚ আসলে আমাদের পুরোটা জীবন কেটে যাই আমাদের আশেপাশের পরিচয় কিংবা অপরিচিত, অর্ধপরিচিত মানুষকে কী ভীষণভাবেই না জানতে, চিনতে, বুঝতে। ঠিক যেমন গভীর, তীব্রভাবে, নিখুঁত করে আমরা তাদের বুঝতে যাই, জানতে চাই, চিনতে চাই, তার একতৃতীয়াংশ সময়ও আমরা নিজেদের জন্য দিতে কৃপণতায় মরে যাই । গোটা জীবন কেটে যায় অথচ আমাদের নিজেকে আর জানা হয় না। হয়ই না।
কোনো এক ভর সন্ধ্যা কিংবা গভীর নিস্তব্ধ রাতে বা তপ্ত মধ্যাহ্নে কিংবা তুমুল বৃষ্টির দিন আক্ষেপের মৃত্যু হবে । জীবন যেমন আক্ষেপময় মৃত্যু তেমন আক্ষেপময়৷
কে জানে,

“হয়তো আক্ষেপের আরেক নামই মানবজনম!”

~ হৃদয় খান